শিরোনাম

সারা দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারন * মাহিন্দ্রা *




সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে পাবলিক পরিবহনের নামে মরন ফাঁদ। যার মধ্যে অন্যতম যানবাহনটির নাম মাহিন্দ্রা। এ গাড়ির গতি এতো বেশী যে মহা সড়ক বা হাইওয়েতে ছাড়া গ্রাম গঞ্জের সরু সড়কে চলাচল করতে গিয়ে অহরাহ ঘটছে দুর্ঘটনা। অংগহানী, পঙ্গুত্ব বরনসহ মৃত্যু পর্যন্ত ঘটছে প্রতিনিয়ত। 
সরেজমিনে দেখা গেছে,এসকল গাড়ীগুলো যারা চালাচ্ছে,তাদের না আছে ড্রাইভিং লাইসেন্স,না আছে রুট পারমিট,না আছে রাস্তায় চলাচলের বৈধতা। অথচ এই মুহুর্তে সারা দেশে চলাছে নিরাপদ সড়ক আন্দোলন,চলছে রাস্তায় নিরাপদে চলাচলের নিমিত্তে বৈধ গাড়ীর ফিটনেছসহ বৈধ কাগজ পত্রের পরিক্ষা নিরিক্ষা। পরীক্ষা চলছে ড্রাইভারদের দক্ষতা বিষয়ক লাইসেন্স জাছাই বাছাই। অথচ পুরো রাস্তা জুরে যে গাড়ীগুলো সবচেয়ে বেশী যানজটের সৃস্টি করে কিংবা আকস্মিক দুর্ঘটনার জন্য অন্যতম দায়ী,তাদের ব্যাপারে যেন কারোরই মাথা ব্যাথা নাই। বিষয়টি সংশ্লিস্ট কর্তৃপক্ষের সু-দৃস্টি কামনা করছেন দশমিনার ভুক্তভোগী মহল।
 
ফয়েজ আহমেদ,দশমিনা: