শিরোনাম

দশমিনায় সংখ্যালঘূ মহিলাকে পিটিয়ে রক্তাক্ত জখম

 


দশমিনা উপজেলার সরকারী ডিগ্রি কলেজ এলাকায় জমি দখলে বাধা দেয়ায় এক সংখ্যালঘূ মহিলাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় ছালাম প্যাদা গংরা। ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থানরত পরিমল শীলের স্ত্রী মঞ্জু রানী (৪৫) তার মেয়ে পুতুল রানীকে (১৩) নিয়ে বসবাস করছেন। মঞ্জু রানী জানান, তার জমি দখল করে ঘর নির্মানের ঘটনা বুঝতে পেরে বুধবার রাতে দশমিনা থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে দশমিনা থানার এস,আই ইমন ঘটনাস্থলে গিয়ে কালাম প্যাদাকে ঘর তুলতে নিষেধ করে আসেন। স্থানীয় বাসিন্দা শাহ আলম জানান, থানা পুলিশে অভিযোগ করায় কালাম প্যাদা গংরা আজ বৃহস্পতিবার দুপুরে জোর জবরদস্তি ঘর তুলতে গেলে মঞ্জু রানী বাধা দেন এতে ক্ষিপ্ত হয়ে মঞ্জু রানীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন কালাম প্যাদা গংরা এসময় তার মেয়ে পুতুল রানীকেও মারধর করা হয়।

 এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এস আই ইমন জানান, ঘটনা জানতে পেরে ওই দিন রাতেই কালাম প্যাদা গংদের ঘর নির্মানের জন্য নিষেধ করে এসেছি। ওসি মো: জসীম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।