শিরোনাম

এসেছে বসন্ত



আমার এ শহরতলিতে 
ফিরছে আবার বসন্তবায়
দখিন হাওয়ার ডেউয়ে।
এসে গেছে দ্বারে, ধূলিমাখা রোদ
সুরভিত কাঞ্চন,
পরাগ জড়ানো স্বপ্ন মাখানো যৌবন।
খানিক দূরে পল্লীগ্রামে
বসন্ত ডাকছে লুকিয়ে
কুহু’‘কুহু’-লাগে যে হৃদয়ে।
কৃষ্ণচূড়ার বনে রাশি রাশি হাসি 
নবকিশলয় চঞ্চল
 লাল নীল শাড়ি পরে অভ্র কেমন
ছড়ায়েছে তার প্রাঞ্জল।
১২/০২/১৯