নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে ধর্ষক বাবা গ্রেফতার
দশমিনা প্রতিনিধি:
নিজ মেয়েকে চার বছর ধরে ধর্ষণের অভিযোগে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া এলাকার শাহজামাল হাওলাদার (৪০) নামের এক লম্পট বাবাকে গ্রেফতার করেছে পুলিশ । সর্বশেষ বৃহস্পতিবার রাতে মেয়েকে ধর্ষণের ঘটনা মেয়ের মায়ের হাতে ধরা পড়ার পর বিস্তরিত বেরিয়ে আসে। এরপর মেয়েকে নিয়ে মা থানায় হাজির হয়ে লম্পট স্বামীর বির“দ্ধে মেয়েকে বাদী বানিয়ে মামলা ঢুকে দেয়। পুলিশ বৃহস্পতিবার রাতেই ওই লম্পটকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করেছে।
থানায় দায়ের করা
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া
গ্রামের মরহুম কাশেম হাওলাদারের ছেলে শাহজামাল হাওলাদার (৪৫) তার কিশোরী
কন্যা (১৬) কে বলপ্রয়োগে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে। কিশোরী কন্যার ভাষ্য, তার
বাবা গত চার বছর ধরে নানা ভয়ভীতি ও বলপ্রয়োগ করে এ অপকর্ম করে
আসছিল।দশমিনা থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে
বলেন, শাহজামালের মেয়ে ধর্ষণের অভিযোগে মামলা দেয়ার পর তাকে গ্রেফতার করে
জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতা মেয়ের ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো
হয়েছে
