দশমিনার বিয়াম ল্যাবরেটরী স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আরম্ভ
দশমিনা
( প্রতিনিধি)
আজ দশমিনার বিয়াম ল্যাবরেটরী স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা চেয়ারম্যান জনাব, এ্যাড. শাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ্রা দাস, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, বনী আমিন খান উপজেলা কৃষি অফিসার, জনাব, মোঃ সেলিম মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব, মোঃ শফিকুল ইসলাম উপজেলা সহকারী শিক্ষা অফিসার।জনাব, এস এ, জালাল উদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র/ছাত্রীদের অভিভাবক বৃন্দ ও স্কুলের শিক্ষিকাগন। সকাল ৯.৩০ ঘটিকায় প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর পর ছিল বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা।
২ দিন ব্যাপি চলবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতি বলেন শুধু লেখা পড়া নয়, ভালো
মানুষ ও সু নাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা উন্নতি জাতি গঠনে সহায়ক
এবং শরীর ও মনকে সতেজ রাখে। তিনি আরও বলেন দশমিনা বিয়াম স্কুলটি উপজেলা প্রশাসনের
তত্ত্বাবধানে পরিচালিত হয় এ শিক্ষা প্রতিষ্ঠানটি উপজেলার মধ্য প্রাথমিক পর্যায়ে সবচেয়ে ভালো ফলাফল অর্জন করে আসছে। গড় সমীক্ষায় প্রাথমিক পর্যায়ে
৯৫% বৃত্তি পেয়ে আসছে। বর্তমানে প্লে- থেকে ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত লেখাপড়া করানো হয়।
ভবিষ্যতে সকলের সহযোগিতা পেলে ৮ম শ্রেনী পর্যন্ত উন্নতি করা হবে বলে সভাপতি জনাব
শুভ্রা দাস জানান।
