দশমিনায় বইছে উপজেলা নির্বাচনের লু হাওয়া
(দশমিনা প্রতিনিধি):
পটুয়াখালী
দশমিনায় বইছে উপজেলা নির্বাচনের লুহাওয়া। নির্বাচনী মাঠের বিরোধীদলখ্যাত বিএনপি’র প্রার্থিদের নিষ্প্রভ
মাঠে উপস্থিতির সুযোগে সরকার দলীয় আওয়ামীলীগে একাধিক প্রার্থিতায়। প্রার্থিদের
পক্ষে নেতাকর্মী ও সমার্থকরা প্রচারণায় ব্যস্ত। উপজেলার সর্বত্র চায়ের দোকান থেকে
শুরু করে সাধারণ জনগণের সমাবেশে আলোচনার তুঙ্গে কে পাচ্ছেন আওয়ামীলীগের দলীয়
মনোনয়ন।
উপজেলা
আওয়ামীলীগের সুপারিশ প্রাপ্ত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আঃ আজীজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার গোলাম
মোস্তফা, আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য
অ্যাডভোকেট মোঃ বশির উদ্দিন ও বিগত নির্বাচনে মনোনয়ন পাওয়া শিল্পপতি হাজী আবু
বক্কর সিদ্দিক।
এদিকে, কেন্দ্রিয়ভাবে
আওয়ামীলীগের প্রার্থিতায় ফরম ক্রয় করে প্রতিদ্বন্দীতায় রয়েছে, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন ও
দশমিনা সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন। এ দু’প্রার্থি পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য।
এছাড়াও
প্রার্থিতায় প্রতিদ্বন্দীতা করছেন, বিশিষ্ট ব্যবসায়ী এম এ বাশার ডাবলু।
