বৃত্তি পেল ১১ শিক্ষার্থী
গত কাল ১৬
ফেব্রুয়ারী পটুয়াখালীর দশমিনা উপজেলার ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের পক্ষ থেকে নেয়া
হয় এক ব্যাতিক্রমী উদ্দ্যোগ। আয়োজন করা হয় দশমিনার ঐতিহ্যবাহী দশমিনা সরকারী মডেল মাধ্যমিক
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি “এ হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী বার্ষিক বৃত্তি
প্রদান কর্মসূচী। দশমিনা উপজেলা পরিষদ মিলনায়তনে মাহাবুব হাদী ফজলে রউফ এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন, দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,শাখাওয়াত হোসেন শওকাত।
বিষেশ অতিথিরা হলেন, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস,বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ
সেবক আফজালুল বাতেন সোহেল, নওশাদ মাহামুদ অনু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড,
সিকদার গোলাম মোস্তফা, দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাহ
উদ্দিন সৈকত,এ্যাড,উত্তম কুমার কর্মকার,এ্যাড,মোঃ ইকবাল হোসেন,এম এ বাশার ডাবলু এবং
দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ প্রমূখ। এ কর্মসূচীর আওতায় এ বছর দশমিনা
সরকারী ,মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র্য অথচ মেধাবী ৬ষ্ট থেকে দশম শ্রেনী মোট ১১জন
শিক্ষার্থীর মাঝে বিতরন করা হয় প্রায় দুই লক্ষ টাকা। সভায় বক্তাদের দাবী এ বৃত্তির
পরিধী আরো বাড়ানোর। এ বৃত্তির টাকা হাতে পেয়ে আনন্দিত সু-ফল ভোগী শিক্ষার্থী ও তাদের
অভিভাবকবৃন্দ।
