শিরোনাম

দশমিনায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে গৃহবধু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে




 পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘুনী গ্রামের জয়নাল খার ছেলে ওসমান খা গতকাল ০৬ জুলাই দিবাগত রাতে নিজ বাড়ীতে স্ত্রী রোজিনাকে এ্যালোপাথারী পিটিয়ে গুরুতর আহত করেছে বলে খবর পাওয়া গেছে। অতপর রাত অনুমান সারে দশটার দিকে কে বা কাহারা  রোজিনাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে জরুরী বিভাগে ফেলে রেখে পালিয়ে যায়,তাহা কেউ বলতে পারছেনা। রোজিনা এখন দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন। অত্র ইউপি চেয়ারম্যান এটিএম নাসির সিকদার ঘটনার প্রতিবেশী তোফায়েলের মাধ্যমে রোজিনাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
ঘটনার বিবরনে প্রকাশ, বাউফল উপজেলার কালিসুরী গ্রামের বাসিন্দা দুলাল সিকদারের মেয়ে রোজিনা ঢাকার ওয়ারী এলাকার একটি বে-সরকারী বিদ্যালয়ে গেইট কিপারের চাকুরী করে। আজ থেকে ১৭/১৮বছর পূর্বে ওসমানের সাথে বিয়ে হয় তার। বিবাহীত জীবনে রোজিনার কোলজুড়ে আসে একপুত্র সন্তান ইউসুপ(৯)এবং আছিয়া বেগম বয়স এখন আড়াই বছর। স্ত্রী রোজিনা টাকরীর সু্াদে ওয়ারী থাবলেও স্বামী ওসমান থাবে সাভারে। স্কী রোজিনার অভিযোগ আমি বাসায় না থাকার সুযোগে তার স্বামী ওসমান তাসলিমা মানের এক মেয়ের পরখিয়ায় পরে। এরই মধ্যে তাসলিমার স্বামী মারা গেলে আমারে তালাক দিয়া তাসলিমাকে বিয়ে করবে বলে,বাসা থেকে কিছুদিন পূর্বে রোজিনার দুই সন্তানকে নিয়ে পালিয়ে গ্রামের বাড়ীতে চলে আসে। খবর পেয়ে রোজিনা তার সন্তানদের ফিরিয়ে নিতে আসলে ওসমান রোজিনাকে এ্যালোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। বিষয়টি দশমিনা থানা পুলিশ যানতে পেরে এস আই জামান ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতার প্রমান সাপেক্ষে রোজিনার স্বশুর জয়নাল খাকে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।