শিরোনাম

`দশমিনায় কুপিয়ে হত্যা -১ আহত নারী-শিশু


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পারিবারিক শত্রুতার জেরধরে কুপিয়ে নিহত ১ জন, নহিতরে ভাইয়ের স্ত্রী-সন্তানকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে। পটুয়াখালীর দশমিনা উপজেলার বোতাগী-সানকিপুর ইউনিয়নে রাত ৯টায় এ ঘটনা ঘটেছে।
দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্স’র জরুরী বিভাগে উপস্থিত ভুক্তভোগীর স্বজনরা জানায়, উপজেলার বেতাগী গ্রামের আব্দুর রব ডাক্তার গং এর আব্দুর রব ডাক্তার, ছেলে সোহাগ ও দু’কন্যা শিরিন এবং নুপুর মিলে আজ রাত ৯টায় পারিবারিক শত্রুতার জেরে প্রতিপক্ষ রাকিব হোসেন (২৭) এর ওপর পরিকল্পিত আতর্কিত হামলা চালায়। রব ডাক্তার ও সোহাগসহ অজ্ঞাত ৩/৪জনে কুপিয়ে রাকিবের মৃত্যু নিশ্চিত করে। এ সময় দেখে ফেলায় ভাইয়ের স্ত্রী সুরমা বেগম ও তার কোলে থাকা রাকিবের শিশু সন্তান সেজানকে (১.৫) হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষের শিরিন ও নুপুর। স্থনীয়রা উদ্ধার করে রাকিব, সুরমা ও সেজানকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রাকিবের মৃত্যু ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে আরও জানায় সুরমার স্তন কেঁটে দেয়াসহ শরীরের বিভিন্নাংশে কোপ থাকায় অবস্থা আশংকাজনক।