শিরোনাম

দশমিনায় মাছ ব্যবসায়ীকে গাছের সাথে বেঁধে মারধর

 

 

প্রতিনিধি দশমিনাঃ

পটূয়াখালীর দশমিনা উপজেলার চরহাদী গ্রামে আলতাফ বিশ্বাস নামে এক মাছ ব্যবসায়ীকে গাছের সাথে বেঁধে মারধর করে সাদা কাগজ ও অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর রাখার অভিযোগ। এ বিষয়ে আজ দশমিনা থানায় দুজন নারী সহ ৮ জনকে আসামী করে অভিযোগ করা হয়েছে। আসামীরা হলেন চরহাদী গ্রামের সহিদ হাওলাদার,সুমন, বারেক হাওলাদার, সাইফুল মৃধা, খবির হাওলাদার , মোতাহার প্যাদা,আয়েশা বিবি, সুরাইয়া বেগম।

অভিযোগকারীর সুত্রে জানা যায় গত ২৮ অক্টোবর বিকাল ৫টায় আলতাফ বিশ্বাস চরহাদী বাজারে মালামাল ক্রয়ের জন্য যাওয়ার পথে আসামীদের বাড়ির সামনে থেকে আলতাফ বিশ্বাসকে ধরে বাগানের মধ্যে নিয়ে চাম্বুল গাছের সাথে বেঁধে বেদম মারধর করে চাকু দেখিয়ে ভয় ভীতি প্রদর্শন করে সাদা কাগজে ও অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর রেখে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আলতাফ বিশ্বাসকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।

এ বিষয়ে চরহাদীর ইউপি মেম্বার বেল্লাল হোসেন বলেন আলতাফ বিশ্বাসকে পাওনা টাকা জন্য গাছের সাথে বেঁধে মারধর করে সাদা কাগজে ও অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর রাখার ঘটনা সত্য।

এ বিষয়ে সহিদ হাওলাদারের কাছে জানার চেষ্টা করলে তাকে ফোন পাওনা যায়নি।  

    এ বিষয়ে দশমিনা থানা অফিসার ইনচার্জ মোঃ জসীম জানান অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।