শিরোনাম

দশমিনায় মৎস্য অফিসে সংবাদ সম্মেলন



পটুয়াখালীর দশমিনায় মৎস অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল আজ সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুব আলম তালুকদার। লিখিত বক্তব্যে বলা হয়,উপকূলীয় দশমিনা উপজেলার নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ নিধন বন্ধ করে দেয়া হয়েছে। দশমিনা মৎস্য অফিসের উদ্যেগে ৩০ হাজার বিভিন্ন প্রজাতীর পোনা অবমুক্ত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন সফলতার দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দশমিনা উপজেলা প্রেসক্লাব সভাপতি জনাব রিপন কুমার কর্মকার ও বিভিন্ন পত্রিকা এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।