শিরোনাম

গলাচিপায় ঘরচুরি


সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় সাত আট ভরি স্বর্ন ও বিশ পচিঁশ হাজার নগদ টাকা চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের দাস বাড়ীতে। এ ব্যাপারে শেখর দাস জানান, সোমবার বিকেল ৪ টায় তার শাশুরী মৃত বরন করেন। তিনি স্ত্রী সন্তান নিয়ে সন্ধায় তার শশুর বাড়ী চিকনিকান্দি সুতাবাড়ীয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। সারারাত সেখানে থেকে তার শাশুরির দেহ কাজ সম্পন্ন করে। ঐ রাতে তার বাসার উত্তর পাশের দরজা ভেঙ্গে আলমারি ও সুকেজের ভিতরে থাকা সাত আট ভরি স্বর্ন ও নগদ বিশ পচিঁশ হাজার টাকা চোরেরা নিয়ে যায়। এ ব্যাপারে শেখর দাস গলাচিপা থানায় মৌখিক অভিযোগ করিলে গলাচিপা থানার এস আই মোঃ ইব্রাহিম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।