দশমিনায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ৫ স্বতন্ত্র প্রার্থী
ডেস্ক রিপোর্টঃ
দশমিনা উপজেলা
পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার
প্রার্থীর বিরুদ্ধে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে
আবার চারজন প্রার্থী
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদবি ধারী।
অপর একজন সরাসরি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। তবে, তারা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন না। এখানে বিএনপি-জামায়াত সমর্থিত
কেউ মনোনয়নপত্র জমা দেননি। দশমিনা উপজেলা
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ
সমর্থিত প্রার্থী সাবকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল
আজিজ মিয়া,বর্তমান চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড শাখাওয়াত
হোসেন শওকত, পটুয়াখালী জেলা তাতী লীগের নেতা মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও পূর্নবাসন সম্পাদক হাজ্বী
আবু বকর ছিদ্দিক, উপজেলা বি এনপি
নেতা শাহ আলম শানু সিকদার। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন জানান, গতকাল মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে
ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ
উপজেলায় আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।