আমার যত গান- ফয়েজ আহমেদ।
মাননীয় প্রধান মন্ত্রীর - ১০ দর্শন
কথা ও সুর - ফয়েজ আহমেদ
উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মুল মন্ত্র,
ক্ষুধা দারিদ্র্য মুক্ত, হবে সোনার দেশ
গড়বো শেখ হাসিনার স্বপ্নের বাংলা দেশ। আমরা
** সবার জন্য বাসস্থান,বাড়বে নারীর ক্ষতায়ন,
একটি বাড়ী একটি খামার কর মন মতন ----
পরিবেশের সুরক্ষা,দেবো শিক্ষা সহায়তা-২
ঘরে ঘরে জ্বলবে বিদ্যুৎ পাবো নির্মল পরিবেশ।।
** রোগে শোকে বালাই নাই, যখন যেথায় চলে যাই, কমিউনিটি ক্লিনিক,হাতের কাছে পাই,
বিনিয়োগের বিকাশে,উদ্দ্যোগ নিব সারা দেশে-২
তবেই পাবো বঙ্গ বন্ধুর স্বপ্নের সোনার দেশ আমরা
তবেই পাবো শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।
গড়বো শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ।।