শিরোনাম

আমার যত গান - ফয়েজ আহমেদ

বঙ্গ বন্ধু স্ব-দেশ প্রত্যাবর্তন দিবস
         বঙ্গ বন্ধু স্মরনে:
কথা ও সুর :- ফয়েজ আহমেদ
(সাংবাদিক)

আমরা ভুলেও কি ভুলতে পারি
তোমার যত অবদান,
জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর
রহমান।
** পাকিস্তানি শাসক গোস্ঠির দু:শাসনের দিনে,ন্যায় প্রতিবাদ করে তুমি গেলে কারা বনে-মুজিব
দীর্ঘ দিন কারাবাসী হায়না গোস্ঠির
হাতে,
কত কস্ট দিলো তোমায় পানি আরো
ভাতে-মুজিব-২
তবু ব্যাঘ্র কন্ঠে বললে তুমি-২
 আমি বাংলা মায়েরই সন্তান-
জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর
রহমান।
** সেই দিন শুনে তোমার এই কাহিনী
বাংলার জনগণ,
অশ্রু সিক্ত হয়ে ছিল তাদের দুই
নয়ন-
ভাইরে,তাদের দুই নয়ন
তাই,খালি হাতেই ঝাপিয়ে পরে শত্রুরই উপরে,বুকের রক্ত ঢেলে দিলো-----স্বাধীনতার তরে - মুজিব
দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে-২
স্বাধীন হয় বাংলার আসমান-।
জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর
রহমান।
** ১৯৭২ সালের ১০ই জানুয়ারী,ঐতিহাসিক দিন আমরা কেমনে ভুলতে পাড়ি - ভাইরে
কারা মুক্ত হইয়া তুমি জানালে যখন,
৭কোটি বাংঙ্গালী ছিল অপেক্ষায়গ
তখন,
তুমি ফিরলে সেই দিন বীরের
ভেসে-২
বাংলারই দামাল সন্তান-
জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর
রহমান।
-- চলমান-