শিরোনাম

দশমিনায় তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে আহত।


ফয়েজ আহমেদ,
পটুয়াখালীর দশমিনা উপজেলার সদস ইউনিয়নের আরজবেগী গ্রামে বাজার সংলগ্ন জমির সিমানা বিরোধকে কেন্দ্র করে গতকাল ৮ জুলাই সন্ধা ৭টার দিকে মোফাজ্জল চৌধুরী তার সাঙ্গ - পাঙ্গরা রহমান ফরাজির পুত্র দেলোয়ার ফরাজি(৪৮)কে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সুত্রে জানানো হয়, বাজার সংলগ্ন দেলোয়ারদের বাড়ীর দরজার রাস্তা নির্মানকে কেন্দ্র করে প্রথমে সোবাহান চৌধুরীর ছেলে মোফাজ্জেল ও দেলোয়ারের কথা কাটা কাটি হলে এর এক ফাঁকে মোফাজ্জেলের হাতে থাকা লোজার রড দিয়ে দেলোয়ারকে শরীরের পিছন থেকে স্ব-জোড়ে আঘাত করে। রডের আঘাতে দেলোয়ার আহতাবস্থায় মাটিতে পরে গেলে, মোফাজ্জেলের নির্দেশে তার সাঙ্গ পাঙ্গরা মোস্তফা সিকদারের ছেলে মোশারেফ,খোকন খানের ছেলে জসিম,কাজেম ভুইয়ার ছেলে শাহাবুদ্দিন এবং খালেক কাজীর ছেলে বশির দেলোয়ারকে এলোপাথারী পিটিয়ে হুরুতর আহত করে বলে জানায় বাবা রহমান ফরাজি।অতপর আহত দেলোয়ারকে তার বাবা ও প্রত্যাক্ষদর্শীরা  দ্রুত দশমিনা হাসপাতালে ভর্তি করে। দেলোয়ার এখন দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছ। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।