শিরোনাম

সিলেটে বিএনপির আরিফুল হক এগিয়ে রাজশাহী বরিশালে নৌকা জয়ী


রাজশাহী বরিশালের নগরপিতা হয়েছেন আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। রাজশাহী বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তবে সিলেটের মেয়র পদে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের চেয়ে ৪৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। সিলেটে ১৩২ কেন্দ্রের মধ্যে ১৩০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ফলাফল ঘোষণা করা হয়নি। স্থগিত দুই কেন্দ্রের মোট ভোটার ৪৭৮৭। সে হিসেবে আরিফুলের বিজয়ও একপ্রকার নিশ্চিত।
রাজশাহীতে ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে বিভিন্ন সূত্র থেকে সবগুলো কেন্দ্রের ফল পাওয়া গেছে। সবগুলো কেন্দ্রের ফলে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন লাখ ৬৩ হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট। ফলে ৮৪ হাজার ৯০২ ভোটের ব্যবধানে রাজশাহীতে নতুন নগরপিতা হলেন লিটন।
বরিশালে ১০৭ কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ লাখ হাজার ৩৫৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মজিবুর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট পেয়েছেন। বাকী ১৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ফলে এখানে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আওয়ামী লীগ প্রার্থীর বিজয় সুনিশ্চিত। অবশ্য সরোয়ারসহ সব প্রার্থীই দুপুরের আগেই ভোট বর্জনের ঘোষণা দেন।
এর আগে, গতকাল সকাল টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নানামাত্রিক অনিয়ম-কারচুপির অভিযোগ এবং নির্বাচন বর্জন-স্থগিত দাবির মধ্য দিয়ে শেষ হয় রাজশাহী, সিলেট বরিশাল সিটি করপোরেশনের কাঙ্খিত নির্বাচন।
বরিশাল : এই তিন সিটির নির্বাচনে বরিশালের ছয় মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান মাহবুব জাতীয় পার্টির ইকবাল হোসেন নির্বাচন বর্জনের ঘোষণা দেন দুপুর গড়ানোর আগেই। সিপিবি এডভোকেট আবুল কালাম আজাদ বাসদের ডা. মনীষা চক্রবর্তীও ভোট বন্ধের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেন। এর মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ায় প্রতিবাদ করায় ডা. মনীষা চক্রবর্ত্তীর ওপর ক্ষমতাসীন দলের সমর্থকরা চড়াও হয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি নিজেই। বরিশাল সিটির ভোটগ্রহণে সকালের চিত্র সুখকর ছিল না বলে জানান সেখানকার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মজিবর রহমানও। এই সিটিতে সকালেই একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে অনিয়মের অভিযোগে আরও ১৫টি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত করা হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
সিলেট : সিলেট সিটি নির্বাচনেও ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এসব অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামানের সঙ্গে সাক্ষাতশেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনে জয়ী হলেও ভোট বাতিল পুনঃনির্বাচন চান তিনি। এই সিটিতে নগরীর ২২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী সালেহ আহমেদ সেলিমের ভোটকেন্দ্র দখল করে নেওয়ায় অভিযোগে তুলে বাকি পাঁচ কাউন্সিলর প্রার্থীই একযোগে ভোট বর্জন করেছেন। এই সিটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৩৪ ১১৬ নম্বর ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
রাজশাহী : রাজশাহীতেও পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভোট শুরুর আগেই বিএনপির পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে রাজশাহী মহানগরীর বিনোদপুর ইসলামিয়া কলেজে অবস্থান নেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি এই কেন্দ্রে ব্যালটের হিসাব দাবি করেন। শেষ পর্যন্ত এই নির্বাচনে ভোটও দেননি তিনি।
ভোট চলাকালে বিভিন্ন প্রার্থীর অনিয়ম-কারচুপির সব অভিযোগ অস্বীকার করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। তারা বলছেন, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। তিন প্রার্থীই এই নির্বাচনে নৌকার বিজয়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন।
স্থানীয় প্রার্থীদের মত প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির কেন্দ্রীয় নেতারাও তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে একই সুরে কথা বলেছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। তবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই তিন সিটিতে দেশ নাটকীয় ভোটসন্ত্রাস দেখেছে। এই নির্বাচনে নির্বাচন কমিশন রাজভৃত্য হিসেবে সহিংস প্রহসনের নির্বাচন আয়োজনে সহায়তা করেছে