গলাচিপায় ইয়াবা সহ দুই ভাই গ্রেপ্তার
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) :
মাদক বিরোধী অভিযানে গলাচিপায় ইয়াবাসহ দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। গলাচিপা থানার চিকনিকান্দি বাজারের মন্দিরের পাশে একটি পরিত্যাক্ত ঘর থেকে গলাচিপা থানার এসআই নজর“ল রাড়ীর নেতৃত্বে পুলিশের একটি দল, মাহমুদ হাসান নিপুু (৩৮) ও ওমর শাহিন টিপু (৪৫), পিং- মৃত আ: বারেক মিয়া, কোর্টখালী, চিকনিকান্দি। আটক কারীদের সাথে ইয়াবা ও বিভিন্ন নেশা সামগ্রী সহ পুলিশ তাদের গ্রেপ্তার করে। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহিদ হোসেন জানায়, চিকনিকান্দি বাজারে দীর্ঘদিন যাবৎ তারা মাদক বিক্রি, মাদক সেবন করে আসছিল বলে ব্যাপক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে গলাচিপা থানায় একটি মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারীর জানায়, তারা জমিজমা সংক্রান্ত একটি বিষয় নিয়ে সেখানে অব¯’ান করলে পুলিশ তাদের সন্দেহ বসত তাদেরকে আটক করে।
