দশমিনায় নৌকা প্রতীক নিয়ে শক্ত অবস্থানে আবদুল আজীজ।
ডেষ্ক রিপোর্টঃ
আগামী ৩১ মার্চ পটুয়াখালী দশমিনা উপজেলা পরিষদ নির্বাচন। এ
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আজীজ নৌকা মার্কা নিয়েশক্ত অবস্থানে রয়েছে। অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা দাড়াতে পারছেনা ভোটের
মাঠে। এই উপজেলায় ভোটের মাঠে প্রচার-প্রচারণায় ও গণসংযোগ, নির্বাচনীয় পথসভাসহ উঠান
বৈঠকে এগিয়ে আছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল আজীজ । তবে চেয়ারম্যান
পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন
প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ হবে। নির্বাচনের ৮ দিন বাকি থাকায় সকল প্রার্থীদের মাঝে
ব্যাপক তোরজোড় শুরু হয়ে গেছে। এলাকার অনেক ভোটারদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
কে হচ্ছেন আগামীর দশমিনা উপজেলার
চেয়ারম্যান, তা এখন পর্যন্ত অনুমান করা যাচ্ছেনা। তবে নির্বাচন নিয়ে চলছে নানা
ধরনের জল্পনা কল্পনা।
বিএনপি
উপজেলা পরিষদে নির্বাচন না করায় বর্তমান উপজেলা বিএনপি নেতা শাহ আলম শানু (আনারস) প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে
রয়েছে। বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাড.
শাখাওয়াত হোসেন শওকত (ঘোড়া) প্রতীক নিয়ে, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও পূর্নবাসন
সম্পাদক হাজী আবু বকর সিদ্দিক ( কাপ প্রিচ),
উপজেলা আওয়ামীলীগ নেতা এম এ বাশার
ডাবলু ( দোয়াত কলম) প্রতীক, মোঃ ইকবাল হোসেন হাওলাদার ( টেলিফোন ) প্রতীক নিয়ে মাঠে আছেন । সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ
পরিবেশে ভোট গ্রহন করতে নির্বাচন কমিশন এবং স্থাণীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি
গ্রহন করেছে।
মোঃ আবদুল
আজীজ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন ও লালন
করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শে উজ্জীবিত করে ছাত্র রাজনীতিতে
আন্তরিকতার সাথে কাজ করেছেন। দলের দুঃসময়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন।
২০০১ সালে বিএনপি জামাতের দুঃশাসনের বিরুদ্ধে তিনি থেকে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেন। দলীয়
নেতাকর্মীদের পাশে থেকে সব সময় রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করেন। তিনি বর্তমানে
দশমিনা আওয়ামীলীগের উপজেলার সভাপতি এবং সাবেক
সফল উপজেলা চেয়ারম্যান। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকা মার্কায় ব্যাপক
ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে
প্রতিনিধিকে জানান।
উপজেলার আওয়ামীলীগের
অনেক নেতা কর্মী বলেন শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী ও আওয়ামী লীগের খাঁটি কর্মী
হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় মানে
উন্নয়ন, নৌকার বিজয় মানে নিজেদের প্রাপ্য অধিকার পাওয়ার নিশ্চয়তা, নৌকার বিজয় মানে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সামনের
দিকে এগিয়ে চলা। দশমিনা উপজেলার উন্নয়ন ও
অগ্রগতির জন্য আওয়ামী পরিবারের সন্তান হিসেবে সবাইকে নৌকা প্রতিকে ভোট দিয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী
মোঃ আবদুল আজীজকে বিজয়ী করার অনুরোধ জানান।
সাধারন
ভোটারদের সাথে আলাপ কালে জানাগেছে আবদুল আজীজ একজন সৎ, আদর্শ ও নীতিবান মানুষ, সে সাবেক উপজেলা চেয়ারম্যান থাকা কালে কোন ধরনের
অন্যায় , অনিয়মের সাথে আপোষ করেননি। উপজেলা পরিষদে বরাদ্ধের সবটুকু দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে সমহারে উন্নয়ন
করেছেন তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে এবার তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন
দশমিনা উপজেলা বাসী।