শিরোনাম

দশমিনায় আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে অব্যাহতি


 
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামীলীগ গতকাল মঙ্গবার বেলা ১১টায় এক প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কাপ-পিরিচ মার্কায় নির্বাচনে অংশ নেয়া আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আবু বক্কর ছিদ্দিককে দলীয়পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
লিখিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দশমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দশমিনা উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা হয়। সভায় উপজেলা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কতিপয় সদস্য জানান স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর ছিদ্দিক উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক হওয়া স্বত্তেও, দল বিরোধী, নেত্রী বিরোধী অনেক কথাবার্তা বলে এমনকি, অবৈধ টাকা পয়সা বিতরণ করে নেতাকর্মীদের চরিত্র হননের চেষ্টা করছে। তাই তাকে বহিষ্কারের দাবী জানান। ওই সভায় বিস্তারিত আলাপ আলোচনান্তে সর্বসম্মত সিদ্ধান্ত নেয় যে, অদ্য থেকে জনাব আবু বক্কর ছিদ্দিককে ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হলো এবং তার প্রাথমিক সদস্যপদ বাতিল করার জন্য জেলা আওয়ামীলীগ বরাবরে সুপারশি প্রেরণ করা হলো।