শিরোনাম

দশমিনায় নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ।



ডেষ্ক রিপোর্টঃ
জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় আসন্ন দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল আজিজ এর বিজয় নিশ্চিত করতে একাট্টা হয়েছেন  উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ লক্ষ্যে আজ বিকাল  টায়  দশমিনা উপজেলা আওয়ামীলীগ অফিসে এক মতবিনিময় সভার আয়োজন করেন তারা। উক্ত মতবিনিয়ম সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল আজিজ  ।প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল আজিজ বলেন নৌকা প্রতীককে বিজয় করে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আগামী ৩১ মার্চ উপজেলা নির্বাচনে  উপজেলার সাবেক ও বর্তমান ছাত্রলীগ  যুবলীগ , আওয়ামীলীগের নেতাদের এগিয়ে আসার আহবান জানান। উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান সিকদার বাপ্পী বলেন- স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রসংশিত। তাঁর নেতৃত্বে আজ বাংলাদেশ রোল মডেল। দেশ আজ অনেক দুর এগিয়েছে, এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে। এসবের পেছনে ছাত্রলীগেরও ত্যাগ রয়েছে। দেশ স্বাধীনে যেমন ছাত্রলীগের অবদান অনন্য, তেমনি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও ছাত্রলীগের অবদান স্মরণীয়।গেলো জাতীয় সংসদ নির্বাচনেও ছাত্রলীগ নৌকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা রেখেছে।উপজেলা নির্বাচনেও নৌকা মার্কা বিজয়ী করব ইনশাআল্লাহ।   মতবিনিময় সভায়- দশমিনা শ্রমিক লীগের সভাপতি  কাজী শাহ জাহান বলেন নৌকার বিজয় মানে বঙ্গবন্ধুর বিজয়, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। নৌকার জয়-পরাজয়ের ক্ষেত্রে শেখ হাসিনার সম্মান জড়িত। তাই উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল আজিজ কে বিজয় নিশ্চিত করতে সবাইঐক্যবদ্ধ।এজন্য ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ুন মাঠে-ময়দানে।অনুষ্ঠানে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল আজিজ সকলের বক্তব্য ও পরামর্শ শুনেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সিকদার গোলাম মোস্তফা।তিনি তার বক্ত্যবে বলেন আমি নিজে ব্যাক্তিগত ভাবে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হতে চেয়েছি কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি, আমি দলের প্রতি শ্রদ্ধা রেখে স্বতন্ত্র নির্বাচন করিনি।দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আমি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে অনুরোধ করছি।আরও বক্তব্য রাখের মহিলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা  মহিলা ভাইস চেয়রাম্যান প্রার্থী মোসাঃ ফাতিমা আলমগীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি কাজী আবুল কালাম, দশমিনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল হাই সিকদার,   প্রতিনিধির সাথে আলাপ কালে নেতাকর্মীগন   বলেন নৌকা মার্কার প্রার্থী আবদুল আজিজ  মিয়া একজন সৎ, আদর্শ, নীতিবান একনিষ্ঠ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তাকে বিজয়ী করতে সকলে একাট্রা হয়ে  কাজ করবেন এবং সকল নেতা কর্মীরা নৌকা প্রতিক বিজয় করতে সকল ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী প্রচারনা করবেন। তারা বলেন দশমিনা আওয়ামীলীগ আজ ঐক্য বদ্ধ তাই ৩১ তারিখ নৌকা মার্কায় বিজয় শুনিশ্চিত দেখছেন তারা।