দশমিনায় শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী পালন
ডেস্ক রিপোর্টঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আজ ১৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়া পালিত হয় বাংলার রাখাল রাজা হাজার বছরে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ২০১৯। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আবদুল আজিজ এর নির্দেশনা ও সার্বিক সহোযোগিতায় দশমিনা উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা শ্রমিক লীগের অফিস থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ অফিসে আলোচনা সভা করা হয়। এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক লীগের সভাপতি কাজী শাহজাহান, সাধারন সম্পাদক মহসিন জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম –সাধারন সম্পাদক বাবু গৌতম রায় সহ ইউনিয়ন পর্যায়ের শ্রমিক লীগের নেতা কর্মীরা।