শিরোনাম

দশমিনায় উপকৃষি কর্মকর্তাকে কুপিয়ে জখম


দশমিনা (পটুয়াখালী) থেকে সাফায়েত হোসেন ঃ পটুয়াখালীর দশমিনা উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। গত শনিবার বিকেলে উপজেলার দক্ষিন আদমপুরস্থ ওই কর্মকর্তার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলায় অর্থলগ্নি একটি বেসরকারী প্রতিষ্ঠান থেকে উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা মোঃ রবি ফয়সাল জাবিনদার রেখে আপন বড় ভাই মোঃ হারুন হাওলাদার দেনা হইয়া পরিলে সংগ্রাম নামক এন.জি.ও. থেকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা ঋন আনেন। উক্ত ঋনের টাকা ঋন গ্রহিতা পরিশোধ না করলে এন.জি.ও. কর্মকর্তাগণ ওই কৃষি কর্মকর্তার সাথে শনিবার বিকেলে বাকবির্তক হলে এনজিও কর্মকর্তা ঋন গ্রহিতাকে টাকা পরিশোধ করতে চাপ সৃষ্টি করেন। এর সুবাদে ভাতিজা  মোঃ রুবেল, ও চাচাতো ভাই মোঃ আরিফ এবং চাচা মোঃ সোহরাব হোসেন উত্তেজিত হয়ে ওই কর্মকর্তার বসত ঘরে ঢুকে ঘরের হামলা- ভাংচুর করিতে থাকে। এতে বাধা দিলে চাচাতো ভাই মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে ভাতিজা মোঃ রুবেল হোসেন, চাচা মোঃ সোহরাব হোসেনসহ আরো অজ্ঞাত ৪/৫জন দুবৃর্ত্তরা বগি দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়দের উপসিস্থতি টেড় পেয়ে কোথাও কোন মামলা মোকদ্দমা করিলে জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত ওই কর্মকর্তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দশমিনা হাসপাতালে জন্য ভর্তি করেন। ###