বরিশালে আ’লীগের মেয়র প্রার্থী সাদিকের পথসভায় জনতার ঢল
সাদিক আব্দুল্লাহ বলেন, ‘বরিশাল নগরবাসী নৌকা ও আমাকে কতটুকু ভালোবাসেন তার প্রমাণ আজকের বিশাল পথসভা। আমরা চাই গত ৫ বছর যে অন্ধকারে ছিলাম তা থেকে আলোর পথে আসতে। আমরা চাই সুষ্ঠু, সুন্দর, মাদকমুক্ত একটি আধুনিক নগরীতে বসবাস করতে। ইনশা আল্লাহ ৩০ তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত।’
পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন- মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দীন আহমেদ বীর বিক্রম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
পথসভা শেষে সন্ধ্যায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সেরনিয়াবাত সাদিক
আব্দুল্লাহ বলেন- বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার তার (সাদিক)
বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তা মিথ্যা। বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের
হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।’
