দশমিনায় নৌ পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন
পটুয়াখালীর
দশমিনার হাজীর নামক স্থানে আজ ৩০জুন ২০১৮খ্রীঃ তারিখে ব্যাপক উৎসাহ
উদ্দীপনার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয় "" দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির""।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত
হোসেন শওকাত। বরিশাল আতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরীর সভাপতিত্বে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্ততব্য রাখেন,দশমিনা উপজেলা পরিষদের
ভাইসচেয়ারম্যান ফকরুজ্জামান বাদল,অফিসার ইন চার্জ দশমিনা রতন কৃঞ্চ রায়
চৌধুরী,উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার,
হারুন আর রশিদ হাওলাদার,মোঃ নুরুল হক হাওলাদার,সভাপতি দশমিনা রিপোর্টার্স ইউনিটি ফয়েজ আহমেদ প্রমূখ।
