দশমিনায় বীজতলা নির্মান করতে না পারায় কৃষকেরা হতাশ
পুরো
আষাঢ় মাস আমন বীজতলা করে থাকে কৃষকেরা। আর সেই মুক্ষুম সময়ে শেষ প্রান্তে এসেও
পটুয়াখালী দশমিনা উপজেলা নিজহাওলা গছানী গ্রামের কৃষকেরা এক ছটাকও আমন বীজ বুনতে
পারেনি। সরে জমিনে দেখা যায়। দশমিনা কালাইয়া সড়কের এ আরটি ডিগ্রী কলেজের পাশ দিয়ে
সোজা পূর্বে বাঁশবাড়িয়া ঢনঢনিয়া পর্যন্ত বেড়ি বাঁধ নির্মান করায় বৃষ্টির পানিতে
জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় কৃষকেরা জানান। স্থানীয় কৃষক কোটন আলী ও আঃ
গনি বলেন, বেড়িবাধে নামানো ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারা আরও
বলেন আমন বীজ বুনন করতে না পারলে প্রায় ৫শ একর জমি খিল ( পতিত) থাকবে। জলাবদ্ধতায়
নিজহাওলা গ্রামের বেশ কটি বাগান বাড়ি তলিয়ে রয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার বনি
আমিন খান বলেন বিষয়টি অতিদ্রুত গুরুত্ব সহকারে দেখা হবে।
