শিরোনাম

পটুয়াখালী-৩ আসনে আ’লীগের মনোনয়ন লাভের দৌড়ে এগিয়ে আছেন যারা।

পটুয়াখালী- (দশমিনা-গলাচিপা) আসনের মাটি আওয়ামী লীগের ঘাঁটি  কথাটি বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির কেন্দ্রীয় নেতারাও ভালো করে জানেন এই আসনে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত শুধু জিয়াউর রহমানের আমলে একবার বিএনপি জিতেছিল ছাড়া সব নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেন তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সভা-সমাবেশসহ দলগুলোর বিভিন্ন দিবসকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় সরব রয়েছেন আওয়ামী লীগ বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছেন তারা
আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী যারা : এলাকা ঘুরে দেখা গেছে, পটুয়াখালী- (দশমিনা-গলাচিপা) আসনে আওয়ামী লীগের অনেক নেতা মনোনয়ন প্রত্যাশী তারা হলেন এই আসনের বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর হোসাইন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন শওকত এছাড়াও নমিমেশন দৌড়ে এগিয়ে আছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান , দশমিনা সদর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন এস  .এম শাহজাদাকেন্দ্রীয় নেতা এ্যডভোকেট, ফোরকান, মহাব্বাত  প্রিন্সসাবেক এম পি গোলাম মাওনা রনি, কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য  তরুন নেতা দশমিনার কৃতি সন্তান হিরন আহমেদ  এর নাম শোনা যায়  তারা এলাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছেন নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরে নিজের দলীয় মনোনয়নের পেতে জনমত সৃষ্টির চেষ্টা করছেন দিকে জাহাঙ্গীর হোসাইন পটুয়াখালী- আসনে এবার নিয়ে চারবার সংসদ সদস্য হয়েছেন তিনি বস্ত্র প্রতিমন্ত্রীও হয়েছিলেন তিনি এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলের মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যদি আমাকে না চায় তাহলে আমি নমিনেশন চাইবো কেন আর যদি সাধারণ মানুষ আমাকে চায় তাহলে অবশ্যই নমিনেশন চাইবো প্রধানমন্ত্রী যদি কর্মের সততার মূল্যায়ন করেন তাহলে আমি মনোনয়ন পাবো