শিরোনাম

দশমিনায় স্বেচ্ছা শ্রমে রাস্তা নির্মাণ




ছিলনা কোন রথি মহা রথিদের সহযোগিতা এরপরও একটি মহতী উদ্যোগে বাস্তবায়ন করেছে  দশমিনা সবুজ বাগ এলাকার কিছু যুবক ।  নির্মান করেছে একটি গুরুত্ব পূর্ন রাস্তা। রাস্তাটীর দৈর্ঘ ছোট হলেও এটি ছিল অত্যন্ত জরুরি এখান দিয়ে প্রতিদিন চলাচল করে সবুজবাগ এলাকাবাসী ও একটি কেজি স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিবাবক সহ অনেক লোকজন।   দশমিনা উপজেলা প্রসাশনের নাকের ডগার উপর দিয়ে গেলেও তারা এতদিন রাস্তাটি নির্মান করেননি।কোমলমতি শিক্ষার্থীদের  ও এলাকাবাসীর চলা চলের প্রতিবন্ধকতার দায় তাদের মনে দাগ কাটেনি। দাগ কেটেছে এলাকার কিছু তরুন যুবকদের মনে । তাই এলাকার কিছু উদ্যোগী যুবক তাদের নিজস্ব অর্থায়নে অবশেষে নির্মান করেছে রাস্তাটি।তারা আবার প্রমান করল দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।যেখানে উপজেলার অনেক রাস্তা ঘাটের  বেহাল দশা, যেখানে একের পর একযানবাহন পতিত হচ্ছে দূর্ঘটনায়, যেখানে বর্ষা মৌছুমে নিরাপত্তাহীন জীবন নিয়ে চলাচল করছে এলাকাবাসী, সেখানে সাহস আর ঐক্যবদ্ধতাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমরাও পারি।