দশমিনায় ধর্ষণ চেষ্টাকারীকে কুপিয়ে গুরুত্বর জখম
দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনার চরঘুনি এলাকায় স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের চেষ্টাকারীকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে মা-মেয়ে বলে অভিযোগ। এ ঘটনা শুক্রবার দিবাগত রাত অনুমান ১২টায় ঘটেছে। ধর্ষণ চেষ্টাকারী শহিদ ফকির শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, উপজেলার ১নং রণগোপালদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরঘুনি এলাকার মোসাঃ করুনা বেগম অভিযোগ করে বলেন, তার সদ্য স্বামী পরিত্যক্তা মেয়েকে (তানিয়া)নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাচ্ছিল। রাত অনুমান ১২টায় তার মেয়ের ডাক চিৎকার শুনেতে পেয়ে বাংলা দা নিয়ে এগিয়ে ধস্তাধস্তি অবস্থায় পাশের বাড়ীর মৃত. খাদেম ফকিরের ছেলে শহিদ ফকিরকে কুপিয়েছে বলে জানান। শহিদ ফকিরের ভাইয়ের মেয়ে সুমনা বলেন, তার চাচা বাড়ি ফিরার পথে ওই মহিলারা ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে বলে জানান। রাত দু’টায় দশমিনা হাসপাতালে নিলে তাকে বরিশালে রেফার করে বলে জানান। ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুল হক নাসির সিকদার বলেন, ধর্ষণ চেষ্টায় শহিদ ফকিরকে কুপিয়েছে বলে তিনি জানতে পেরেছে ও ওসি (তদন্ত) সুমন হাওলাদারসহ ঘটনাস্থলে রয়েছে বলে জানান। ওসি (তদন্ত) সুমন হাওলাদার বলেন, ঘটনাস্থল তদন্ত করেছি। ভিকটিম অভিযোগ দিলে ব্যবস্থা নিব।