প্রীতি ফুটবল প্রতিযোগীতায়, দশমিনা-বাউফল ড্র
পটুয়াখালীর দশমিনা-বাউফল উপজেলা একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগীতায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ১৫ মিনিট অতিরিক্ত সময়ে গোল হয়নি। অবশেষে প্লান্ট্রিকেও ১-১ গোলে ড্র হয়ে উভয় দল অপরাজিত রেখে খেলা শেষ হয়। দশমিনা উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ শাখাওয়াত শওকতের উদ্যেগে বাউফল উপজেলা একাদশের অধিনায়ক মোঃ জোবায়দুল হক রাসেল ফুটবল প্রতিযোগীতায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর, শহর আ’লীগের সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়া, দশমিনা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সিকদার গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার ও সম্পাদক ফারুক ভূঁইয়া।