বিএনপি-জামায়াত অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছে , আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী।
বিএনপি-জামায়াত দেশে বিদেশে বর্তমান সরকার বিরোধী ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে নিরাপদ
সড়কের দাবী একটি অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছে। সোমবার গলাচিপা
সদর ইউনিয়নের বোয়ালিয়া পাল বাড়ি থেকে কালিকাপুর কালামের গ্যারেজ পর্যন্ত সাড়ে ৪ কিলো মিটার রাস্তা পাকাঁ
করণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক
বস্ত্র প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ আসনের এমপি আ খ ম জাহাঙ্গীর হোসাইন একথা বলেন। তিনি
উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগেকে আবারও সরকার গঠন কারার সুযোগ
দেয়ার জন্য আহ্বান জানান। গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মু.জাহাঙ্গীর হোসেন
টুটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুজ্জামান লিকন। বক্তব্য
রাখেন অধ্যাপক সন্তোষ দে, গোলাম মোস্তফা টিটো, এ্যাড.মো.আক্তারুজ্জামান, হাজী মো.মজিবুর রহমান, এ্যাড.মো.শামিম মিয়া, সর্দার মো.শাহ আলম, তপন চন্দ্র বিশ^াস, ইশরাত জাহান আসমা, আ.ছালাম প্রমুখ। এর আগে আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি ভারতে চিকিৎসা শেষে উত্তর
চরখালী, শ্রীনাথ, বোয়ালিয়া, মুরাদনগর ও ইটবাড়িয়া বাজারে জনগণের সাথে সৌজন্য স্বাগত ও গণ সংযোগ করেন।
