শিরোনাম

গলাচিপা মহিলা ডিগ্রি কলেজে একাডেমিক ভবন উদ্বোধন



সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

নারী শিক্ষা উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অধিক কর্ম পরিকল্পনা হাতে নিয়েছেন। গতকাল সোমবার গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে বারবার নির্বাচিত দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার আ খ ম জাহাঙ্গীর হোসাইন এম,পি এ কথা বলেন। একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট নারী শিক্ষা অনুরাগী মিসেস সালমা ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন, উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, আ’লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, আ’লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মো: শাহআলম, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষান বিষয়ক সম্পাদক আ স ম জাওয়াদ সুজন, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শাহজাহান মিয়া, প্রবীণ আ’লীগ নেতা হাজী মো: শাহজাহান মিয়া রিপোর্টার্স ক্লাবের সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, আধুনিক বাংলাদেশে বি-নির্মাণে শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি উন্নয়ন কর্ম যজ্ঞে যে পরিকল্পনা গ্রহণ করেছে এবং ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন হয়েছে তা দেশের মানুষ আজ সেই সুবিধা ভোগ করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষা সহ তথ্য  প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি হয়ে দেশের উন্নয়নে কাজ করার অনুরোধ করেন। আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুনরায় ভোট দিয়ে দেশের উন্নয়নে আ’লীগ এর নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি বলেন, নারীরা আজ বৈমানিক, সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পর্যায়ে ভাল অবদান রাখছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ  প্রভাষক মোজাহিদুল ইসলাম বাদল, শিক্ষার্থী ফারিয়া আক্তার, সুমাইয়া জাহান রিমু।