বরিশালে ট্রলারডুবির ঘটনায় ১ জনের লাশ উদ্ধার
বরিশালের বাকেরগঞ্জের গোমায় ট্রলারডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় গোমার রাঙ্গামাটি নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
এতে বাকেরগঞ্জের ৭ নং কবাই ইউনিয়নের খোদাবাঁশকাঠী গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের (৪২ ) লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের নৌ স্টেশনের কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
তবে এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় গোমার রাঙ্গামাটি নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
এতে বাকেরগঞ্জের ৭ নং কবাই ইউনিয়নের খোদাবাঁশকাঠী গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের (৪২ ) লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের নৌ স্টেশনের কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
