শিরোনাম

বরিশালে ট্রলারডুবির ঘটনায় ১ জনের লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জের গোমায় ট্রলারডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় গোমার রাঙ্গামাটি নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
এতে বাকেরগঞ্জের ৭ নং কবাই ইউনিয়নের খোদাবাঁশকাঠী গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের (৪২ ) লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের নৌ স্টেশনের কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।