শিরোনাম

দশমিনায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা।



পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের আয়োজনে  ০৬ জুলাই রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতির জনক বঙ্গ বন্ধুর শেখ মুজিবুর রহমান এর ৪৩মত শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতিমুলক সভা। সভায় প্রধান অতিথি ছেলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড,শাখাওয়াত হোসেন শওকাত,ভাইসচেয়ারম্যান ফকরুজ্জামান বাদল, দশমিনা থানা অফিসার ইন চার্জ রতন কৃঞ্চ রায় চৌধুরী, স্বাস্থ্য ও প,, কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা,  উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম,কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান,প্রথমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নাজির আহমেদ জোমাদ্দার,উপজেলা আওয়ামীলীগের সাধারান সম্পাদক এ্যাড,সিকদার গোলাম মোস্তফা,সহ সভাপতি কাজী আবুল কালাম, চেয়ারম্যান দশমিনা সদর ইউপি এ্যাড,ইকবাল মাহামুদ লিটন,চেয়ারম্যান বহরমপুর ইউপি আনোয়ার হোসেন মৃধা ,চেয়ারম্যান বাঁশবাড়ীয়া ইউপি আলতাফ হোসেন আকন ,চেয়ারম্যান রনগোপালদী ইউপি,এটিএম নাসির সিকদার,    চেয়ারম্যান চরবোরহান ইউপি, নজির আহমেদ সরদার,সভাপতি দশমিনা রিপোর্টার্স ইউনিটি ফয়েজ আহমেদ,সভাপতি দশমিনা প্রেস ক্লাব রিপন কর্মকার প্রমূখ।