শিরোনাম

বাউফলে জামায়াত বিরোধী বিক্ষোভ মিছিল


পটুয়াখালীর বাউফলে জামায়াত বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাউফল উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে১০টায় বাউফল উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় জনতা ভবন থেকে মিছিলটি শুরু করে বাউফল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাউফল ভিআইপি ডাকবাংলোর সামনে ইলিশ চত্বরে এক সমাবেশে মিলিত হয়েছে।
জানা গেছে, ২২আগষ্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ঢাকা মহানগর (দক্ষিন) জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় জামায়াত নেতা একাধিক মামলার আসামী ড. শফিকুল ইসলাম মাসুদ উপজেলার মধ্য মদনপুরা নজরুল শিকদার বাড়ির দরজার জামে মসজিদে বাউফল ও বিভিন্ন এলাকার অপরিচিত প্রায় শতাধিক জামাত শিবিরের ক্যাডারদের নিয়ে গোপন বৈঠক করে। এলাকাবাসী সন্দেহ করে প্রশাসনকে বিষয়টি অবহিত করে। বিষয়টি আচ করতে পেরে তারা তরিঘরি করে সভা ভঙ্গ করে প্রসাশন পৌছানোর আগেই ঘটনাস্থল ত্যাগ করে। শোকের মাস আগষ্ট, এ মাসে ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট এর ধারাবাহিকতায় নাশকতা সৃষ্টি ও বড় ধরনের কোন ঘটনা ঘটানোর উদ্দেশ্যে তারা এ বৈঠক করেছে দাবী করে প্রসাশনকে বক্তারা অভিলম্ভে সন্ত্রাসী ড. শফিকুল ইসলাম মাসুদকে গ্রেফতার করার আহবান জানান।
উল্লেখ্য এ সময় সরকার দলীয় চিফহুইপ আ. স. ম. ফিরোজ এমপি বাউফলে অবস্থান করছেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোঃ হারুন অর রশিদ খান, উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজ, ছাত্রলীগ সভাপতি মাহামুদ হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামসুল কবির নিশাত প্রমুখ।