বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না
সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, 'বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না। তিনি ছিলেন জনগণের নেতা। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তার নেতৃত্বে সকলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর বাংলাদেশকে উন্নত ও সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।'
শুক্রবার ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
