শিরোনাম

দশমিনায় দূর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছে


সাফায়েত, দশমিনা  প্রতিনিধি:
 পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার  ১৪টি মন্ডপে শারদীয়া দূর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে । হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে দশমিনার পূর্জা মন্ডপ গুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। মন্দির গুলোতে প্রতিমা তৈরির কারিগররা দিন রাত কাজ করছে । প্রতিমা তৈরি মাটির কাজ প্রায় শেষ হয়েছে। কোথাও কোথাও রঙের কাজ চলছে।
হিন্দু ধর্মবলীদের মধ্যে শারদীয় উৎসবের আগমনী বার্তা বয়তে শুরু করেছে। দশমিনায় ১৪ টি মন্দির ও মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে।১৪টি মন্দির মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।
উল্লেখ্য হিন্দু ধর্মবলীদের বিশ্বাস মতে স্বর্গ কৈশলা পর্ব্বত হতে দূগা দেবি প্রতিমা আগামী ১৪ অক্টোবর গজে (হাতি) করে মর্তে আগমন ঘটে। শারদীয়া দূগা দেবী ১৫ই অক্টোবর মূল পূজা শুরু ষষ্ঠমীর মাধ্যমে, শারদীয়া ১৬ই অক্টোবর সপ্তমী, শারদীয়া ১৭ই অক্টোবর অষ্টমী, শারদীয়া দূগা দেবী ১৮ই অক্টোবর মহা নবমী, ১৯ শে অক্টোবর  মহা দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে এবং দোলায় মাধ্যমে ভক্তদের কাঁদিয়ে দেবীর স্বর্গে গমন।