শিরোনাম

দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে এ্যাড. নাঈম বশির নৌকার প্রার্থী হতে চান



(দশমিনা প্রতিনিধি)

উপজেলা পরিষদ গুলোর মেয়াদ প্রায়ই ফুরিয়ে আসছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দশমিনাতে বইছে উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া। এবারে দলীয় প্রতীকে নির্বাচন হবে এমনটাই শুনেছেন প্রার্থীরা। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কয়েক ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ বারে হেভিওয়েট প্রার্থী না থাকায়  সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ  সদস্য  বর্তমান নেতা এ্যাড নাঈম বশির  নির্বাচন করার ঘোষনা দিয়ে বলেছেন আমি  আমি এলাকার উন্নয়নের পাশাপাশি শিক্ষাখাত বেকার সমস্যার সমাধান মাদক মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছি।  উপজেলার টি ইউনিয়নে তিনি কলেজ, স্কুল, মাদ্রাসা, উঠান বৈঠক, চায়ের দোকান, খুলি বৈঠক, ছোট ছোট বাজার, রাস্থার মোড়ে মোড়ে গনসংযোগ করে চলছি । ফেব্রুয়ারির প্রথমদিকে নির্বাচনের তফশিল ঘোষনা হতে পারে বলে এমনটাই ধারনা করছেন প্রার্থী।   দশমিনা যুবলীগ নেতা শাকিল কাজী বলেন মো: নাঈম বশির এক মাত্র যোগ্য ব্যক্তি তিনি আমাদের উপজেলাকে সুন্দর ভাবে সাঁজাতে পারবেন। আমরা তৃনমূল পর্যায়ে তাকে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে দেখতে চাই।
এ ব্যাপারে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী এ্যাড নাঈম বশির   জানান, আমি উপজেলার ৭টি ইউনিয়নের সব জায়গায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করব সব সময় সাধারন মানুষের পাশে থেকে যে ভাবে কাজ করেছি মৃত্যুর আগ পর্যন্ত সেই ভাবে থাকতে চাই। যদি ১৭ কোটি মানুষের বিশ্বস্ত ঠিকানা মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকার মনোনীত প্রার্থী করেন তাহলে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ
দশমিনার মানুষ সকল ভেদাভেদ ভুলে আমাকে নির্বাচিত করবে এবং এই উপজেলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল উপজেলা।