চট্রগ্রামস্থ দশমিনা উপজেলা ছাত্র কল্যান সমিতির ক্যালেন্ডার বিতরণ।
দশমিনা প্রতিনিধিঃ
গত
দুই দিন ধরে চট্রগ্রামস্থ দশমিনা ছাত্র কল্যান সমিতির পক্ষথেকে দশমিনার বিভিন্ন
স্কুল কলেজ মাদরাসা মসজিদ ও গন্যমান্য ব্যক্তিদের ২০১৯ সালের ক্যালেন্ডার বিতরন
করা হয়েছে। ক্যালেন্ডার বিতনর করেন চট্রগ্রামস্থ দশমিনা উপজেলা ছাত্র কল্যান
সমিতির পক্ষে সিনিয়র সহ সভাপতি মোঃ হাসান মামুন ও মোঃ রুবেল। ২০১৮ ইং সনে চট্রগ্রাম
অধ্যায়ন রত দশমিনা ছাত্ররা চট্রগ্রামস্থ দশমিনা উপজেলা ছাত্র কল্যান সমিতি গড়ে
তোলেন।
