কে হচেছ দশমিনা উপজেলা পরিষদের পঞ্চম চেয়ারম্যান
সাফায়েত হোসেন দশমিনা (প্রতিনিধি) :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই এবার আলোচনায়
উপজেলা পরিষদ নির্বাচনের। ইসি সুত্রে জানা গেছে মার্চে
অনুষ্ঠিত হবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা চেয়ারম্যান পদে
দলীয় প্রতীকে হতে পারে বলেও শোনা যাচ্ছে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে কে হচ্ছেন
প্রার্থী। সাধারণত একজন উপজেলা চেয়ারম্যান, একজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস
চেয়ারম্যান পদে নির্বাচন হয়ে থাকে। বিগত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন কয়েকটি
ধাপে হয়েছিল। এবারও এমনটি হতে পারে। দেশের উপজেলা পরিষদ গুলোতে প্রার্থীদের তোড়জোড় শুরু হয়ে গেছে।
বিশেষ করে সদ্য ক্ষমতাসীন দল আ’লীগে এই তোড়জোড়
বেশি। বিএনপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে এই আলোচনা নেই বললেই চলে।ইতোমধ্যে
প্রার্থীরা তাদের সমর্থক দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিচ্ছেন নিজেদের
প্রার্থীতা। কেউ কেউ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কেউ কেউ দলীয় মনোভাব বুঝার
চেষ্টা করছেন। দশমিনা উপজেলায় এখন পর্যন্ত যারা আলোচনায় রয়েছেন তারা হলেন
বর্তমান উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো: শাখাওয়াত হোসেন (শওকত),এ্যাড. মো: নাইম বশির, এ্যাড.ইকবাল মাহমুদ লিটন,
এ্যাড. আ: খালেক, এ্যাড. সিকদার গোলাম
মোস্তফা, হাজী আবু বক্কর সিদ্দিক, এ্যাড. মামুন সিকদার,এমএ ডাব্লিউ বাশার এ ছাড়াও আরও অনেকের নাম শোনা যাচেছ।
