দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২ বছরের শিশু সহ আহত- ৭
ডেস্ক রিপোর্টঃ
গতকাল পহেলা বৈশাখের দিন দশমিনা থানার বহরমপুর ইউনিয়নের উত্তর আদমপুর গ্রামে দু পক্ষের মধ্যে
মারামারিতে ২ বছরের শিশু সহ আহত হয় ৭ জন।
ঘটনার সূত্রে জানাযায়
গরু দিয়ে পক্ষের রোপিত মুগ ডাল খাওয়ানোকে কেন্দ্র
করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে দু-পক্ষের মোট ০৭ জন আহত হয় ।
আহতরা হলে সুধান বাগমার, পিতা- নিতাই বাগমার, নিতাই বাগমার, পিতা- মৃত নিবারিন
বাগমার, নিখিল বাগমার , পিতা- নিতাই বাগমার, উত্তম বাগমার, পিতা- বিদ্যাবাগমার,
বিধান বাগমার, পিতা- বিদ্যাবাগমার, সয়ন বাগমার, পিতা- সুধানবাগমার, গৌতম বাগমার,
পিতা- হরু বাগমার। আহতরা সকলে দশমিনা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছে।
আহতরা সকলে একই বাড়ির পরষ্পর
আত্মীয়। উভয় পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
এ ব্যাপারে দশমিনা থানার কর্তব্যরত ডিউটি অফিসারের সাথে আলাপ করলে তিনি
বলেন দু- পক্ষের প্রাথমিক অভিযোগ
পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
সংঘর্ষকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।