শেষ দিনে তেঁতুলিয়ায় মা ইলিশ নিধনের মহাউৎসব ইউপি মেম্বার সহ ২৬ জনকে ১ বছর করে কারাদন্ড
ডেস্ক নিউজঃ
পটুয়াখালীর দশমিনার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ নিধনের দায়ে নিষেধাজ্ঞার শেষ প্রহরে
ইউপি সদস্য সহ ২৬ জনকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার হঠাৎ করে
দুপুর ১২টার দিকে শত শত জেলে ট্রালার-জাল নিয়ে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ নিধনে নেমে পরে।
এতে মা ইলিশ রক্ষায় দ্বায়িত্ব প্রাপ্তরা
দিশেহারা হয়ে পরে। এ সময়ে উপজেলা প্রশাসন, মৎস বিভাগ ও নৌ পুলিশের বিকাল জুড়ে যৌথ অভিযানে ইউপি সদস্য সহ ২৭ জন জেলেকে মা
ইলিশ নিধনের দায়ে আটক করে। মাত্র দুইটি ট্রালার ও বোট দিয়ে অভিযান পরিচালনা করায় শত শত জেলে অভিযানে নামা প্রশাসনের
লোকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মা ইলিশ শিকার
করে চলে দ্রুত পালিয়ে যায়। আটক কৃতদের
দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস
ইউপি মেম্বার সহ ২৬ জনকে ১ বছর করে
কারাদন্ড দিয়েছেন। বয়স বিবেচনা রে এক জনকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেছেন। আটক কৃতরা হলেন ০১ নং রনগোপালদী ইয়নিয়নের রুবেল মেম্বার (৪০), আলমগীর মুন্সী (৪৫), মজিবর মুন্সী (৪০), সেলিম জোমাদ্দার (৫৫), হাসান গাজী (৩৪),
হেলাল দুয়ারী, (৩০) নেছার হাওলাদার (৩০) সাকিল খন্দকার (৩০) রিয়াদ হাওলাদার
(৩৫) জাহাঙ্গীর মুন্সী (৪০) কবির জোমাদ্দার ( ৩০) সাখাওয়াত (৩৫), আবু বকর (৩০)
বদিউজ্জামান (৪০) আবু বকর গাজী (৪০) এনামুল হক (৪০) শহিদুল ইসলাম (৩৪) জহির জোমাদ্দার (৩৫) রিয়াজুল (২৮) নান্নু খলিফা (৩০) মাহাবুল সরদার (৪৫) আলমগীর (৪০) বাদশা (১৬) আলমগীর ( ২৮) সাখাওয়াত (৩৯) সেলিম (৩৯) এনামুল (২৯) ।
এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট শুভ্রা দাস বলেন নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে সকলকে বাংলাদেশ মৎস আইনে সাজা দেওয়া হয়েছে।