স্বাধীন বাংলাদেশ
আসমা সুলতানা
( সহকারি শিক্ষক ২৯ নং বগুড়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়)
আমার মায়ের রক্তের বিনিময়ে
এই স্বাধীনতা
ত্রিশ লক্ষ শহিদের বিনিময়ে
এই স্বাধীনতা
ভাইয়ের, বোনের রক্তের বিনিময়ে
এই স্বাধীনতা
আমরা পেয়েছি সার্বভৌম
এই স্বাধীনতা
বাংলা মায়ের দামাল ছেলের
রক্তের বিনিময়
এই স্বাধীনতা
বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম বীর প্রতিকের বিনিময়ে
এই স্বাধীনতা
স্বাধীন তুমি, স্বাধীন আমি, স্বাধীন বাংলাদেশ
স্বাধীন এই বাংলাদেশের রূপের নেই তো শেষ।