ভিডিও চ্যাটের পাঁচ জনপ্রিয় অ্যাপ্লিকেশন
স্মার্টফোনে ভিডিও চ্যাট করতে অনেক সফটওয়্যার
ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর মধ্যে জনপ্রিয় পাঁচটি অ্যাপ্লিকেশনের কথা জানাতে এ
প্রতিবেদন।
স্কাইপ
ভিডিও চ্যাটের জন্য অধিক জনপ্রিয় অ্যাপ্লিকেশন স্কাইপ। এটির ব্যবহার বাড়ায় মাইক্রোসফট এটি কিনে নেয়। বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা ২৯৯ মিলিয়ন।
ভিডিও চ্যাটের জন্য অধিক জনপ্রিয় অ্যাপ্লিকেশন স্কাইপ। এটির ব্যবহার বাড়ায় মাইক্রোসফট এটি কিনে নেয়। বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা ২৯৯ মিলিয়ন।
ডেস্কটপ ও ল্যাপটপ সংস্করণের পাশাপাশি
এটি স্মার্টফোনেও ব্যবহার করা যায়।
ভিডিও চ্যাট ছাড়াও বার্তা আদান-প্রদান এবং ভয়েস চ্যাটও করা যায় স্কাইপ দিয়ে।
গুগল হ্যাংআউটস
পরিষ্কার কথা শোনা ও ভিডিও চ্যাটের দ্রুততার জন্য হ্যাংআউটসের বিশেষ সুনাম রয়েছে। গুগলের এ অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজে ভিডিও চ্যাট করা যায়।
পরিষ্কার কথা শোনা ও ভিডিও চ্যাটের দ্রুততার জন্য হ্যাংআউটসের বিশেষ সুনাম রয়েছে। গুগলের এ অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজে ভিডিও চ্যাট করা যায়।
জিমেইলের অ্যাকাউন্ট থাকলেই
অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে। এ সেবা ব্যবহার করে একত্রে ১০ জনের সঙ্গে চ্যাট
করা যাবে। এটিতে ছবি এবং ‘ইমেজ’ শেয়ার
করারও অপশন রয়েছে৷
ভাইবার
ভিডিও চ্যাটের জন্য ভাইবার আর একটি বিপুল জনপ্রিয় অ্যাপ্লিকেশন। বিশেষ করে ভয়েস চ্যাটের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে এটি।
ভিডিও চ্যাটের জন্য ভাইবার আর একটি বিপুল জনপ্রিয় অ্যাপ্লিকেশন। বিশেষ করে ভয়েস চ্যাটের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে এটি।
এটির মাধ্যমে ভয়েস চ্যাট ছাড়াও বার্তা
আদান প্রদান এবং ভিডিও চ্যাট করা যায়
এটি দিয়ে। এটির সবচেয়ে বড় বৈশিষ্ট হলো এক সঙ্গে ৪০ জন চ্যাট করতে পারে। গ্রুপ চ্যাটের জন্য এটি বেশ
কার্যকরি। চাইলে ফাইলও শেয়ার করা যায় ভাইবার
ব্যবহার করে।
উভু
উভু অ্যাপ্লিকেশনটির সবচেয়ে বড় সুবিধা হলো একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে এক সাথে ১২ জনের সঙ্গে চ্যাট করা যায়। আস্তে আস্তে এর ব্যবহার বাড়ছে।
উভু অ্যাপ্লিকেশনটির সবচেয়ে বড় সুবিধা হলো একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে এক সাথে ১২ জনের সঙ্গে চ্যাট করা যায়। আস্তে আস্তে এর ব্যবহার বাড়ছে।
এছাড়া এ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে নতুন
করে একাউন্ট খুলতে হয় না। কোনো ব্যবহারকারীর
ফেইসবুক অ্যাকাউন্ট থাকলে তিনি সেটি ব্যবহার করে উভুতে আইডি খুলতে পারেন।
ট্যাঙ্গো
ভিডিও চ্যাটিংয়ের জন্য ট্যাঙ্গোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। এটির সাহায্যে ভিডিও চ্যাট এবং বার্তা আদান প্রদানের পাশাপাশি খুব সহজে বন্ধুদের মাঝে যোগাযোগ রক্ষা করা যায়।
ভিডিও চ্যাটিংয়ের জন্য ট্যাঙ্গোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। এটির সাহায্যে ভিডিও চ্যাট এবং বার্তা আদান প্রদানের পাশাপাশি খুব সহজে বন্ধুদের মাঝে যোগাযোগ রক্ষা করা যায়।
এর চমৎকার সার্চ ফিল্টারটির মাধ্যমে
সহজে বন্ধু খোঁজা যায়। এতে রয়েছে প্রয়োজনীয় সব ফিচার।