৫২পিস ইয়াবা উদ্ধার দশমিনায় র্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক:
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা
আরাফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন দিগন্ত সড়কের নুর মোহাম্মদের
বাড়ীর সামনে ইটের সলিং রাস্তায় ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
মোঃ সোহাগ (২২) ও ইব্রাহীম খলিল (৩৫) নামের ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।
শনিবার
রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র্যাব-৮ এডি মো: হাচান আলীর
নেতৃত্বে টহল টিম অভিযান চালিয়ে ২ মাদক বিক্রেতাকে আটক করে। ধৃতদু’জনের দেহ
তল্লাসী করে ৫২পিচ ইয়াবা উদ্ধার হয়। আটকৃতদের ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন
আইনের (২০০৪ সালের সংশোধনী) ১৯(১) এর টেবিল ৯ (ক) ধারা অনুযায়ী দশমিনা থানায়
হস্থান্তর করা হয়।