শিরোনাম

দশমিনায় ডাল কর্তণ অনুমতি নিয়ে ৩২ গাছ নিধণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎ লাইন নির্মাণ ঘটনায় সড়কের পাশে সরকারি সামাজিক বনায়নের গাছের ডাল কর্তণ অনুমতি নেয়ার সুযোগে বণ কর্মকর্তা কর্তৃক ৩২ গাছ কেঁটে  বিক্রয়ের চেষ্টাকালে সুবিধাভোগীদের আটক মামলা প্রক্রিয়াধীন।
সুবিধাভোগীদের অভিযোগ, উপজেলার দক্ষিণ দাসপাড়া এলাকায় নির্মাণাধীন বিদ্যুৎ লাইনের কাজ করার জন্য পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌঃ মনোহর কুমার বিশ্বাস চলতি বছরের ৩০ এপ্রিল বিভাগীয় বন কর্মকর্তা উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী বরাবরে অনুমতি প্রার্থণা করেন। অনুমতি নিয়ে বিদ্যুতের লাইন নির্মাণ সময়ে উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল কালাম ডাল কর্তণের পরিবর্তে ৩২টি অতিমূল্যমানের আকাশমনি ও শিশু গাছ কেঁটে নেয়। ওই গাছ বিক্রির জন্য স্থানীয় স্বমিলে জমা করলে স্থানীয় সামাজিক বনায়ন রক্ষক সুবিধাভোগীরা আটক করে। এ ঘটনায় সুবিধাভোগী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক রাড়ী জানান, উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল কালাম ও রেঞ্জ কর্মকর্তা শাহ আলমকে বিবাদী করে গাছ চুরির দ্বায়ে মামলা করা হবে। ৩২টি গাছ নিধনের ঘটনায় উপজেলা বণ কর্মকর্তা মোঃ আবুল কালাম এ প্রতিনিধিকে বলেন, বিদ্যুৎ লাইন নির্মাণকারীরা ডাল কর্তণ করলে গাছ মারা যায়, তাই গাছগুলো কেঁটে জমা রেখেছি। আগামী টেন্ডারে ওই গাছ বিক্রির ব্যবস্থা করে সুবিধাভোগীদের অংশ পাইয়ে দেয়া হবে।