শিরোনাম

দশমিনায় তেঁতুলিয়া নদীতে কোষ্ট গার্ডের অভিযান...



পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুঁলীয়া বুড়াগৌরাঙ্গ নদীতে আজ দিনভর অভিযান পরিচালনা করেন চীফ পেটি অফিসার মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোস্টগার্ড শীপ বগুড়া। সিপিও মিজানুর রহমান,পিও ডিসি ব্যাপারী এল এস মান্নানের  নেতৃত্বে গত কাল ০৩ জুলাই ২০১৮ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ড শীপ বগুড়ার, টি নৌ- টহল দল তেতুঁলিয়া বুড়া গৌরাঙ্গ নদীর বাঁশবাড়িয়া, চরভুতুম,  যৌতা, লতার চর, আউলিয়াপুর, উলানিয়া, রণগোপালদী তৎসংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় লক্ষ মিটার কারেন্ট জাল, ২০ হাজার মিটার চরবেড়া জাল ৩০ টি বেহুন্দি (বাঁধা) জাল আটক করে। সময় দশমিনা উপজেলা  মৎস্য অফিসের প্রতিনিধি,সাংবাদিক স্থানীয় জনগণের সম্মুখে পেট্রোল ঢেলে হাজীর হাট নামক স্থানে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ।