দশমিনায় তেঁতুলিয়া নদীতে কোষ্ট গার্ডের অভিযান...
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুঁলীয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে আজ দিনভর অভিযান পরিচালনা করেন চীফ পেটি অফিসার মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোস্টগার্ড শীপ বগুড়া। সিপিও মিজানুর রহমান,পিও ডিসি ব্যাপারী ও এল এস মান্নানের নেতৃত্বে গত কাল ০৩ জুলাই ২০১৮ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ড শীপ বগুড়ার, ২
টি নৌ- টহল দল তেতুঁলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীর বাঁশবাড়িয়া, চরভুতুম,
যৌতা, লতার চর, আউলিয়াপুর,
উলানিয়া, রণগোপালদী ও তৎসংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল, ২০ হাজার মিটার চরবেড়া জাল ও ৩০ টি বেহুন্দি (বাঁধা) জাল আটক করে। এ সময় দশমিনা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি,সাংবাদিক ও স্থানীয় জনগণের সম্মুখে পেট্রোল ঢেলে হাজীর হাট নামক স্থানে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ।
