শিরোনাম

চিকনিকান্দি - বগা মহাসড়কটি ভেঙ্গে জোয়ারের পানিতে চার গ্রাম প্লাবিত



সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) :-

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি-বগা মহাসড়কটি ভেঙ্গে জোয়ারের পানিতে চিকনিকান্দি ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়নের কালারাজা বাজারের কাছাকাছি কমলাকান্ত খালের পাশের এ মহাসড়কটির কিছু অংশ ধসে পড়ে। পূর্ণিমার জোয়ারের পানির চাপে এ মহাসড়কটি ধসে পড়ে বলে এলাকাবাসী জানায়। এতে ওই খালের জোয়ারের পানির স্রোতে মহাসড়কটির ওই ধসে পড়া অংশে একটি ছোট নালার সৃষ্টি হয়ে ইউনিয়নের বিলকচুয়া, মাঝগ্রাম, কালারাজা ও পানখালী গ্র্মা প্লাবিত হয়। যার ফলে আমন ধানের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আতিকুর রহমান তালুকদার জানান, বিষয়টি আমি শুনেছি, মহাসড়কটি সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
০১৭২৪১৪০৩৩৭