গলাচিপা পৌরসভার ১ কোটি ২৫ লক্ষ টাকার গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপা পৌরসভার কাজী মসজিদ ও জৈনপুরী খানকা সংলগ্ন গলাচিপা খালের উপর ১ কোটি ২৫ লক্ষ টাকার গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করা হয়েছে। গলাচিপা পৌরসভার নির্বাচিত মেয়র আহসানুল হক তুহিন আনুষ্ঠানিকভাবে গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে কাজের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আ’লীগ সভাপতি মো: হারুণ-অর-রশিদ মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক মিয়া, প্যানেল মেয়র আঞ্জুম্নাারা বেগম করুনা, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, ব্যবসায়ী বাবু মনিন্দ্র চন্দ্র পাল পৌর কাউন্সিলর যথাক্রমে সুশীল চন্দ্র বিশ্বাস, রফিকুল ইসলাম খান, আখি হাওলাদার, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক আবিদ হোসেন রুবেল সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভায় পৌর মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় গলাচিপা পৌরসভাকে একটি উন্নত পৌরসভায় উন্নীত করার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া গলাচিপা হাফেজ পুল ও গলাচিপা হাসাপাতাল মোড় খান বাড়ির সামনে পৃথক দুটি গার্ডার ব্রীজ নির্মাণ করার প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে। জাইকার অর্থায়নে গলাচিপা পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ হাতে নিয়েছে বলে তিনি জানান।
