শিরোনাম

শোক দিবস


তুমি ছিলে একজন,
কিন্তু ছিলেনা তুমি একা,
শতপ্রাণ ছিল তোমার জন্য,
যে প্রাণ বলি দিতে বাঁধেনি কোন বাঁধা।

একটি জাতি, বাঙালী  জাতি,
তুমি দিলে বিশ্বের বুকে উপহার।
তুমি ছিলে শ্রেষ্ঠ শেখ মুজিবর রহমান।

কি ছিল তোমার ভুল?
একটি আদর্শ জাতি,
একটি শস্য শ্যামল দেশ,
তুমি দিতে চেয়েছিলে উপহার,
এটাই কি তোমার সব থেকে বড় ভুল ছিল?

সেই কাল রাত্রি আজও মনে পড়ে,
ঘুম ভেংগে যায় এখনও দুঃস্বপ্নে।
হায়েনারা কেড়ে নিল তোমার প্রাণ,
শেষ করে দিল তোমার যত স্বপ্ন।

আজও কেঁদে মরে বাঙালী,
শোকে ছেয়ে যায় সারাদেশ।
তোমার সেই স্বপ্ন নিয়ে,
আজও কেউ না কেউ আছে উদগ্রীব হয়ে।

তুমি চলে গেছ এমন তো মনে হয় না,
মার্চ কিংবা ডিসেম্বর এলেই-
তোমার সেই অমৃত কথা জেগে ওঠে মনে-
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

মুজিব তুমি ছিলে তুমি আছো,
তুমিই থাকবে কোটি বাঙালীর হৃদয়ে।
তোমার চেতনার আলো আজও,
জ্বলছে কোটি বাঙালীর মনে।

(শেখ মুজিবর রহমান কোন নির্দিষ্ট দলের না, তিনি বাঙালী জাতির পিতা তিনি প্রতিটি বাঙালীর)